কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পরীক্ষার্থী কমেছে সাড়ে ৩৪ হাজার

বার্তা২৪ প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৬

ছয়টি জেলা নিয়ে গঠিত কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০১৯ সালে এই বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১ লাখ ৯৩ হাজার ৮০২ জন শিক্ষার্থী। তবে আগামী ৩ ফেব্রুয়ারি (সোমবার) থেকে অনুষ্ঠিতব্য ২০২০ সালের এসএসসি পরীক্ষায় এই বোর্ড থেকে অংশ নিতে যাচ্ছে ১ লাখ ৫৯ হাজার ৪২৩ জন শিক্ষার্থী। ফলে গত বছরের তুলনায় এ বছর কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৪ হাজার ৩৭৯ জন।

কুমিল্লা বোর্ডে পরীক্ষার সংখ্যা কমলেও বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা। ২০১৯ সালে এই শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৭১৭টি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। এবার ১৫টি স্কুল বেড়ে অংশ নিচ্ছে ১ হাজার ৭৩২টি স্কুলের পরীক্ষার্থী। আর গত বছর এই বোর্ডে এসএসসিতে কেন্দ্রের সংখ্যা ছিল ২৫৬টি। এবার ৮টি কেন্দ্র বেড়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২৬৪টিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে