ভোট দিয়েও নির্বাচন নিয়ে শঙ্কা জানালেন তাবিথ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৪
ভয়ভীতি ও হামলার অভিযোগ তুলে ধরে ভোটের দিনের শুরুতেও সুষ্ঠু নির্বাচন হওয়া শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।সে সঙ্গে নিজের ভোটকেন্দ্র গুলশানের মানারাত স্কুল এন্ড কলেজে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে না পাওয়ার ও ইভিএম নিয়ে ত্রুটির অভিযোগও করেন তিনি। শনিবার সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে, একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা যাচ্ছি না। ভয়ভীতি, হামলা, পরিস্থিতির ব্যাঘাত ঘটানোর চেষ্টা সকাল থেকে করা হচ্ছে। “কিন্তু আগেই বলেছিলাম, আমাদের শক্তি হলো জনগণ, জনগণের শক্তি দিয়েই আজকে আমরা সারাদিন প্রতিকূল অবস্থার মোকাবেলা করব।”