চোরা কারবারিদের অমানবিকতায় নদীতে মারা পড়ছে অসংখ্য গরু
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চোরা কারবারিদের অমানবিকতায় নদীর পানিতে ডুবে মারা যাচ্ছে অসংখ্য গরু। আর এসব মরা গরু বাংলাদেশের অভ্যন্তরের চরে আটকা পড়ে নদীর পানি ও পরিবেশ দূষিত করছে। সম্প্রতি কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের যাত্রাপুর এলাকার বিভিন্ন ডুবোচরে শতাধিক মরা গরু আটকা পড়ায় চোরাকারবারীদের অমানবিকতা এবং নির্মমতার চিত্র ফুটে উঠেছে। জানা যায়, কুড়িগ্রামের পূর্বভাগে ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার সীমান্ত। আর এ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছ ব্রহ্মপুত্র নদ ও গংগাধর নদী। অভিন্ন স্রোত প্রবাহ থাকার সুবাদে গরু চোরা কারবারিরা এই নদীটি ব্যবহার করে থাকেন। ভারতের দিক থেকে চোরাকারবারীরা গরুর চার পা এবং মুখ বেঁধে কলাগাছের সাথে স্রোতে ভাসিয়ে দেয়। রাতের অন্ধকারে বাংলাদেশের এপারে থাকা চোরাকারবারীরা তা ধরে থাকে। দৃষ্টির অগোচরে থাকা গরু ধরতে না পারায় মারা পড়ে।