You have reached your daily news limit

Please log in to continue


নগরবাসীকে পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান র‌্যাবের

আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচনে পরিবেশ স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে থাকার কথা জানিয়েছে এলিট ফোর্স র‌্যাব। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। র‌্যাব ডিজি বলেন, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিয়েছে। ভোটের সময় বিনা প্রয়োজনে নাগরিকদের ঢাকায় অবস্থানে নিরুৎসাহিত করা হয়েছে। এমনকি নগরবাসীর সুবিধার্থে সঙ্গে ঠিকানা নির্দেশক ফটো আইডি রাখার আহ্বান জানাচ্ছি, যাতে প্রতিটি ভোটার নিরাপদ-শান্তিপূর্ণ ও ভীতিমুক্ত পরিবেশে ভোট দিতে পারেন। তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে র‌্যাবের একটি পেট্রোলিং টিম থাকবে। ঢাকায় পাঁচটি ব্যাটালিয়ন রয়েছে, সেখানে স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ থাকবে। যাতে যেকোনো আপদকালীন পরিস্থিতি অল্প সময়ের মধ্যে মোকাবিলা করা যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন