বিশ্বের দূষিত নগরীর তালিকায় ফের শীর্ষে ঢাকা
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২০, ১৯:৫২
বায়ু দূষণ সূচকে ভারত, পাকিস্তান ও মিয়ানমারের শহরকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় শীর্ষে উঠে গেছে ঢাকা। বৃহস্পতিবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ৩৭০ ছিল, যা খুবই অস্বাস্থ্যকর। তবে রাত পৌনে ৮টায় এই রিপোর্ট লেখার সময় স্কোর কিছুটা কমে ৩৪৪ হলেও দূষিত শহরের তালিকায় শীর্ষ স্থানটি নিয়ে কোনো হেরফের হয়নি। সকালের সূচকে ঢাকার পরে মিয়ানমারের ইয়াঙ্গুন, পাকিস্তানের লাহোর, নেপালের কাঠমান্ডু, ভারতের দিল্লি হলেও রাতে ঢাকার পরের চারটি দেশ যথাক্রমে কিরগিস্তানের বিশখেক, মঙ্গোলিয়ার উলানবাটর, মিয়ানমারের ইয়াঙ্গুন এবং ভারতের মুম্বাই।