ইইউ পার্লামেন্ট থেকে ব্রিটেনকে আনুষ্ঠানিক বিদায়

বণিক বার্তা প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২০, ১৭:০৩

আগামীকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিদায় নিচ্ছে যুক্তরাজ্য। গতকাল বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে হওয়া চূড়ান্ত ভোটাভুটিতে চুক্তির শর্তে সমর্থন জানিয়েছেন অধিকাংশ সদস্য।উপস্থিত সদস্যদের মধ্যে ব্রেক্সিটের পক্ষে ভোট দেন ৬২১ জন, আর বিপক্ষে ৪৯ জন। ভোটাভুটির পর স্কটিশ ভাষায় রচিত একটি বিদায়ী সঙ্গীত গলা মেলান পার্লামেন্টের সদস্যরা। ভোটের আগে আবেগঘন এক বিতর্ক অনুষ্ঠিত হয়। এসময় ব্রিটিশ এমপিরা তাদের বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেন। তবে পুরো অধিবেশনেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল, অনেক সদস্যদের অশ্রুসিক্তও দেখা গেছে। তবে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলির বক্তব্যের সময় ভিড় থেকে ‘আপনার জন্য লজ্জা’ এবং ‘বেদনাদায়ক’ এমন কিছু চিৎকারও ভেসে আসে।বেশিরভাগ এমপি ইইউ সমালোচনা করলেও কয়েকজন এমপি উল্টোটাও বলেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও