![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/thumb/msid-73743886,width-1200,height-630,resizemode-4/year-ender-poll.jpg)
আয় না বাড়ায় ধুঁকছে রেল, টার্গেট পূরণে খরচে রাশ
এইসময় (ভারত)
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০, ২৩:৩৩
business news: আয় এবং খরচের ব্যস্তানুপাতিক সম্পর্কের ভিত্তিতে কোনও সংস্থার অপারেটিং রেসিও নির্ধারিত হয়। এর ভিত্তিতেই কোনও সংস্থার আর্থিক স্বাস্থ্যের ছবি বোঝা যায়। ২০১৭-১৮ আর্থিক বছরে রেলের অপারেটিং রেসিও ছিল ৯৭.৩ শতাংশ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রেল
- টার্গেট