![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/01/29/9331341616f88ac97758cbb3822723cf-5e316be6cfb76.jpg?jadewits_media_id=1504861)
রজনীকান্ত বিয়ার গ্রিলসকে বললেন, ‘লাভ ইউ’
প্রথম আলো
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০, ১৭:২৫
২০১৯ সালের আগস্টে বিয়ার গ্রিলসের সঙ্গে ম্যান ভার্সেস ওয়াইল্ড করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেবার এর দৃশ্যধারণ চলেছিল উত্তরাখন্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে। আর এবার ছোট পর্দায় বিয়ার গ্রিলসের সঙ্গে দেখা দেবেন দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত। বিয়ার গ্রিলস রজনীকান্তকে নিয়ে গেছেন কর্ণাটকের বন্দিপুরের জঙ্গলে। অবশ্য মাইসোর বিমানবন্দর থেকেই শুরু হয়েছে শুটিং। সেখানেই কড়া...