You have reached your daily news limit

Please log in to continue


আজীবন হেলিকপ্টারে চড়া মানা সাকিবের!

বন্দর নগরী চট্টগ্রামে আসার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। সে লক্ষ্যে তাকে ঢাকা থেকে আনা-নেয়ার জন্য দেড় লাখ টাকা খরচে একটি হেলিকপ্টারও ভাড়া করা হয়েছিল। কিন্তু সাকিব বলছেন, তিনি আর কখনও হেলিকপ্টারে চড়বেন না। এখন থেকে আজীবন তার হেলিকপ্টারে চড়া মানা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কোয়ালিটি অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও সানোয়ারা ইসলাম কোয়ালিটি স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে আগামী শুক্রবার (৩১ জানুয়ারী) চট্টগ্রাম আসবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। চট্টগ্রা‌মে আয়েজক‌দের আজ (বুধবার) মুঠোফোনে সাকিব জানান, ‘আমেরিকায় হে‌লিকপ্টার দুর্ঘটনায় বা‌স্কেটবল তারকা (কোবি ব্রায়ান্ট) মারা গে‌ছে। এখন থে‌কে আজীবন আমার হে‌লিকপ্টা‌রে চড়া মানা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন