শক্তি ও প্রোটিনের অন্যতম বড় উৎস হচ্ছে ডিম। এতে পর্যাপ্ত পরিমাণে সেলেনিয়াম, ভিটামিন ডি, বি ৬, বি ১২, খনিজ, আয়রন এবং কপার পাওয়া পাওয়া যায়। শিশু থেকে শুরু করে সবার জন্যই ডিম উপকারী একটি খাবার।তবে ডিমে বিদ্যমান কোলেস্টেরলর নিয়ে অনেকেরই দ্বিমত রয়েছে। চিকিৎসকদের মতে, দিনে ৩০০ মিলিগ্রামের বেশি কোলেস্টেরল গ্রহণ করা ঠিক নয়। অন্যদিকে ডিমে ৩৭৩ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। তাহলে প্রশ্ন জাগতে পারে, হৃদরোগে আক্রান্তদের কি ডিম খাওয়া ঠিক নয়?গবেষণায় দেখা গেছে, দিনে একটা ডিম খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে না। দ্য আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণাপত্র থেকে জানা গেছে, হৃদরোগ বা ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা দিনে একটি মাত্র ডিম খেলে সমস্যা হয় না। এতে কোলেস্টেরলেরও ঝুঁকি বাড়ে না।অন্যদিকে আরেক গবেষণা বলছে, ডিমে যদিও শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান থাকে তারপরও যাদের হৃদরোগের সমস্যা আছে তাদের সপ্তাহে তিনটির বেশি ডিম খাওয়া ঠিক নয়।কানাডার পপুলেশন হেলথ রিসার্স ইনস্টিটিউট পরিচালিত তিনটি আন্তর্জাতিক জরিপে ডিম খাওয়া নিয়ে বিশ্বের ২১ টি দেশে ১ লাখ ৪৬ হাজার ১১ জনের ওপর গবেষণা চালানো হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.