মস্তিষ্কে ফিতাকৃমি নিয়ে বেঁচে আছেন ১০ বছর!
যুগান্তর
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০, ১৬:১০
মস্তিষ্কে ফিতাকৃমি নিয়ে ১০ বছরের বেশি সময় ধরে বেঁচে ছিলেন টেক্সাসের এক ব্যক্তি । সম্প্রতি তিনি ‘মুক্তি’ পেয়েছেন। সিবিএস ২১ নিউজে এ তথ্য জানানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ফিতাকৃমিটি সফলভাবে অপসারণ করা হয়েছে। অপারেশন করে কৃমি বের করার পর রোগীকে ওষুধ দেয়া হয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকদের ধারণা, ভালোভাবে রান্না না করা শূকর মাংস খাওয়ায় ওই ব্যক্তির শরীরে কৃমিটি ঢোকে। ধীরে ধীরে এটি বড় হতে থাকে। তবে প্রায় এক দশক আগে মেক্সিকোতে থাকাবস্থায় এ ঘটনা ঘটে। তবে মাঝে মাঝে তার মস্তিষ্কে ব্যথা অনুভূত হতো।
- ট্যাগ:
- জটিল
- মস্তিষ্ক
- বেঁচে থাকা
- ফিতাকৃমি