![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/01/28/16298d85ba96ea87e1651c0a2fdecd88-5e2fdbcf1e7a8.jpg?jadewits_media_id=1504491)
টনি এলেন, ফিরেও গেলেন
প্রথম আলো
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০, ১২:৫৭
পাঁচ বছর পর হঠাৎ করে দেশে এসেছিলেন একসময়ের জনপ্রিয় অভিনেতা, আবৃত্তিকার টনি ডায়েস। থাকেন নিউইয়র্কে। ২৪ জানুয়ারি তিনি কক্সবাজার সমুদ্রসৈকতের একটি ছবি দিয়ে লেখেন, আহা কী শান্তি। তখনো বিষয়টা পুরোপুরি বুঝতে পারেননি অনেকে। ওই দিন বিকেলে আরেকটি ছবি দিয়ে লিখেছেন, প্রকৃতি। পরদিন বিকেলে সূর্যাস্তের ছবি দিয়ে একটি গানের প্রথম চরণ লিখেছেন, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে...
- ট্যাগ:
- বিনোদন
- অভিনয়শিল্পী
- টনি ডায়েস
- ঢাকা