You have reached your daily news limit

Please log in to continue


মানিকের জীবন নিয়ে আফজালের ছবি

মঞ্চ, টেলিভিশন আর চলচ্চিত্র—যেখানে তিনি নাম লিখিয়েছেন, সফল হয়েছেন। সব মাধ্যমে অভিনয় দিয়েই দর্শকমনের বড় জায়গা দখল করে নিয়েছেন অভিনেতা, নির্মাতা আফজাল হোসেন। বিজ্ঞাপনচিত্র আর নাটক নির্মাণেও তাঁর মুনশিয়ানা দেখেছেন দর্শকেরা। এবার তিনি নির্মাণ করছেন ডকু ফিকশন। ঢাকার উত্তরায় গতকাল সোমবার থেকে শুটিংও শুরু হয়েছে। বাঙালি কালজয়ী লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনকে কেন্দ্র করে তৈরি এই ডকু ফিকশনের নাম রাখা হয়েছে মানিকের লাল কাঁকড়া। মানিক বন্দ্যোপাধ্যায় ৪৮ বছরেই বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী লেখক হয়ে উঠেছিলেন। বাজি ধরে সাহিত্য রচনা শুরু করলেও নিজেকে বলতেন ‘কলম-পেষা মজুর’। সেই বাজি ধরা লেখকের জীবনকে কেন্দ্র করে আফজাল হোসেন বানাচ্ছেন মানিকের লাল কাঁকড়া।বেশ কিছুদিন ধরেই বিনোদন অঙ্গনে খবর ছড়িয়েছে, নন্দিত অভিনয়শিল্পী ও নির্মাতা আফজাল হোসেন চলচ্চিত্র বানাচ্ছেন। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়। প্রথম আলোর পক্ষ থেকে যতবারই যোগাযোগ করা হয়, তিনি এড়িয়ে যান। শুধু বলেন, সময় হলেই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবেন। তখনই জানা যাবে সিনেমা নাকি অন্য কিছু বানাচ্ছেন। যেই কথা সেই কাজ, আফজাল হোসেন মারফত জানা গেল, সিনেমা নয়, তিনি ডকু ফিকশন বানাচ্ছেন। এ–ও জানিয়ে রাখলেন, তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শুরু হবে এ বছরেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন