বন্ধুর জন্মদিনে দুই পর্ন তারকা উপহার!

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০, ১২:১৩

আমেরিকান জনপ্রিয় ইউটিউবার লোগান পল তার সবচেয়ে কাছের বন্ধুকে জন্মদিনে দু’জন পর্ন তারকা উপহার দিয়েছেন। এ উপহার পেয়ে উচ্ছ্বসিত মাইক মাজলাক। গত ১৩ জানুয়ারি ছিল মাইক মাজলাকের জন্মদিন। সেদিনই তার বাড়িতে দুই পর্ন তারকা নিয়ে হাজির হন লোগান পল। বন্ধুর এমন কাণ্ড দেখে চমকে যান মাইক। উপহার হিসেবে দেয়া ওই দুই পর্ন তারকা হলেন- মাকির্ন যুক্তরাষ্ট্রের রমনী রিলে রেইড ও লানা রহোডেস। তারা দুজনই বিশ্বের শীর্ষ পর্ন তারকা। ২০১১ সালে মাত্র ১৯ বছর বয়সে পর্ন দুনিয়ায় প্রথম পা রাখেন রিলে রেইড। পর্ন সিনেমায় প্রথম দিকে তার ছদ্মনাম ছিল পেইজ রিলে। অন্যদিকে লানা রহোডেস গত সাত বছর ধরে এ ইন্ডাস্ট্রিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও