ধুলোয় কমছে আয়ু, দাবি বাঙালি বিজ্ঞানীর
এইসময় (ভারত)
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০, ১০:৩৯
nation: বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম ধূলিকণা (পিএম ২.৫) কাড়ছে মানুষের আয়ু! বাতাসের বিষ যে মানুষের আয়ুতে থাবা বসাচ্ছে, এমনটা পরিবেশকর্মী থেকে চিকিৎসকদের একাংশ বার বারই বলছেন। তবে সেই দূষণ কী ভাবে মানুষের আয়ু কমাচ্ছে, তা নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এল শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের (এপিক ইন্ডিয়া) নতুন পরীক্ষায়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বায়ু দূষণ
- আয়ু
- ধুলাবালি
- ভারত