![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/01/27/35e47e90db9dbfee677e40600b3b058e-5e2ed1783ebf0.jpg?jadewits_media_id=1504272)
মিশেল ওবামাও গ্র্যামিজয়ী
প্রথম আলো
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০, ১৮:০২
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও এবার থেকে বলতে পারবেন, আমিও গ্র্যামি বিজয়ী। তাঁর স্মৃতিকথামূলক বই বিকামিংয়ের অডিও ভার্সনের জন্য বেস্ট স্পোকেন ওয়ার্ড অ্যালবাম বিভাগে এই গ্র্যামি জিতেছেন তিনি। এর আগে তাঁর স্বামী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। এই বিভাগের পুরস্কারটি মিশেল ওবামার হাতে ওঠা...