You have reached your daily news limit

Please log in to continue


প্রিয়াঙ্কার গায়ে এ কেমন পোশাক

গ্রামির রেড কার্পেটে সব আলো যেন নিজের দিকেই টেনে নিলেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিকি জোনাসকে সঙ্গে নিয়ে যেভাবে আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হলেন পিগি চপস তাতে অতি বড় ফ্যাশন সচেতন মানুষজনও অবাক হবেন।  প্রিয়াঙ্কা ও নিক জোনাস যখন লস অ্যাঞ্জেলসের স্ট্যাপলস সেন্টারে গ্রামি অ্যাওয়ার্ডের রাতে উপস্থিত হলেন তখন ক্যামেরার সব ফ্ল্যাশ ঝলক দিচ্ছিল তাদের লক্ষ্য করেই। জোনাস ব্রাদার্সের নিক জোনাস, জো জোনাস এবং কেভিন জোনাস পপ বিভাগের দলগত পারফরম্যান্সে সেরা হিসেবে গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হন। ওই অ্যালবামটিতে গানে, অভিনয়ে প্রিয়াঙ্কা চোপড়া, সোফি টার্নার এবং ড্যানিয়েল জোনাসকেও দেখা গেছে।  স্বভাবতই প্রিয়াঙ্কা ও নিক এমনিতেই সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। এর আগে ডিজাইনার নিকোলাস জেবরানের একটি প্যাস্টাল শেডের শার্টিনের গাউন পরে  ‘প্রি-গ্র্যামিজ’ লুক শেয়ার করেন প্রিয়াঙ্কা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন