You have reached your daily news limit

Please log in to continue


সৃজিতের ‘দ্বিতীয় পুরুষ’ দেখতে উপস্থিত দ্বিতীয় স্ত্রী মিথিলা

কলকাতার সিনেমার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। ৯ বছর আগেই ‘বাইশে শ্রাবণ’ সিনেমা দিয়ে দর্শকের মন জয় করেছিলেন তিনি। এবার সেই ছবির সিনেমার সিক্যুয়াল ‘দ্বিতীয় পুরুষ’ কলকাতাতে মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)। মুক্তির দিনই বেশ সাড়া ফেলেছে সিনেমাটি। নয় বছর আগে মুক্তি পাওয়া সেই সিনেমার জুটি পরমব্রত ও রাইমা সেন আবারো এক সঙ্গে হাজির হয়েছেন সৃজিতের ‘দ্বিতীয় পুরুষ’ সিনেমায়। তাদের রসায়ন ছাড়াও আরো বেশ কিছু চমক আছে এই সিনেমায়। এরই মধ্যে ‘দ্বিতীয় পুরুষ’ সিনেমার বেশ কিছু রিভিউও প্রকাশ হয়েছে ভারতীয় গণমাধ্যমে। যেসব রিভিউ জুড়ে সৃজিতের নতুন ছবির বন্দনা। কলকাতার সিনেমা হলে নাকি এই ছবি দেখতে উপচে পড়া ভিড়। এদিকে কোলকাতায় ছবিটির প্রিমিয়ারে নিজের দ্বিতীয় স্ত্রী মিথিলাকে নিয়ে হাজির হয়েছিলেন সৃজিত মুখার্জি। আর ছবিটি দেখার পরে সবাই প্রশংসা করতেও ভুল করেন নি। ভারতীয় গণমাধ্যমকে ছবিটি নিয়ে সৃজিত বলেন, ‘বাইশে শ্রাবণ’ এর পরে এই ছবিটির ফিডব্যাক খুব ভাল পাচ্ছি। দর্শকদের ভাল লাগলেই ছবিটি নির্মানে আমার পরিশ্রম সার্থক হবে।  এদিকে ছবির নায়ক পরমব্রত বলেন, এটি করে নিজের মধ্যে একটা কনফিডেন্ট কাজ করছে। আর প্রিমিয়ারের আগেই অনেক হলও বুকিং হয়ে গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন