ভিডিও স্টোরি: হিমালয়েও কমছে হিমবাহ
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০, ১১:৪১
পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালার হিমবাহগুলো আকারে ছোট হয়ে আসছে৷ জলবায়ু পরিবর্তনের ফলে তুষারপাত হলেও তা জমে বরফ হওয়ার আগেই গলে পানি হয়ে যাচ্ছে৷ এর ফলে হিমালয় থেকে বয়ে আসা পানির স্রোত কমছে৷ হিমালয়ের নদীগুলোর ওপর নির্ভর করা ভারতীয়-বাংলাদেশিসহ প্রায় ৩০০ কোটি মানুষ পড়বেন সংকটে৷