
অশ্রু ঝরছে আশুড়ার বিলে
যেকোনো প্রাকৃতিক প্রবাহের গায়ে হাত দেওয়ার আগে দেখতে হবে কী কী সম্ভাব্য পরিবেশগত বিপর্যয় ঘটতে পারে, আর তার কতটা কীভাবে এড়ানো সম্ভব? আশুড়ার বিলের ক্ষেত্রে কি সেটা করা হয়েছিল? বিলের গায়ে হাত দেওয়ার জন্য যেসব মানুষের পেটে লাথি পড়বে, তাঁদের জন্য কি কোনো পরিকল্পনা আছে? লিখেছেন গওহার নঈম ওয়ারা