আজ তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে তিনটি পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। অভিষেক হতে পারে পেসার হাসান মাহমুদের। কোচ রাসেল ডমিঙ্গো দ্বিতীয় ম্যাচের পরপরই দলে আরও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন সফরে আসা প্রতিটি খেলোয়াড়কেই তিনি ব্যবহার করতে চান। তাঁর সে ইচ্ছা পূরণ হতে যাচ্ছে বলেই খবর। পাকিস্তানের বিপক্ষে আজ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে তিনটি পরিবর্তন আসতে পারে একাদশে। প্রথম দুই ম্যাচ একেবারেই ভালো যায়নি দলের ‘এক নম্বর’ পেসার মোস্তাফিজুর রহমানের। প্রথম ম্যাচে একটি উইকেট পেলেও ৪ ওভারে তাঁর খরচ ছিল ৪০। দ্বিতীয় ম্যাচে ২৯ রানে উইকেটশূন্য ছিলেন এই বাঁহাতি পেসার। আজকের ম্যাচে তাঁর বদলে দলে দেখা যেতে পারে অভিজ্ঞ রুবেল হোসেনকে। এবারের বিপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন। আজ দলে তাঁর অন্তর্ভুক্তিটা মোটামুটি নিশ্চিতই। তাঁকে জায়গা করে দিতে একাদশের বাইরে চলে যাবেন দ্বিতীয় ম্যাচে তিন নম্বরে খেলা মেহেদী হাসান। তবে নিশ্চিত করেই সবার দৃষ্টি কাড়তে পারেন তরুণ পেসার হাসান মাহমুদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.