নির্বাচন যত ঘনিয়ে আসছে সহিংসতাও তত ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিনই ঢাকার দুই সিটির কোথাও না কোথাও সহিংস ঘটনা ঘটছে। আর সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দলপ্রীতির অভিযোগ উঠেছে। ক্ষমতাসীনদের পক্ষাবলম্বনেরও অভিযোগ মিলছে। তবে ঢাকা মহানগর পুলিশ বলছে, পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ঢাকার দুই সিটিতেই নির্বাচনী সহিংসতা নিয়ে সাধারণ মানুষ এখন রীতিমতো ভীতসন্ত্রস্ত। আর নির্বাচন যত ঘনিয়ে আসছে সহিংসতাও ততই ভয়াবহ রূপ ধারণ করছে। আর এর সাথে ক্ষমতাসীন দলের সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকরা জড়িত বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.