![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020January/sm/IU-sm20200126185156.jpg)
পরীক্ষায় অসদুপায় অবলম্বন: ইবির ২২ শিক্ষার্থীর শাস্তি
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০, ১৮:৫১
ইবি: কোর্স ফাইনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বিভিন্ন বিভাগের ২২ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পরীক্ষা শৃঙ্খলা কমিটি। শাস্তি প্রাপ্তদের মধ্যে একজনের দুই শিক্ষাবর্ষ, তিন জনের এক শিক্ষাবর্ষ, ছয় জনের এক সেমিস্টার এবং ১২ জনের এক কোর্স বাতিল করা হয়।