![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/01/26/817d3b6da1828f22355e9a0a4b272016-5e2d2890cc901.jpg?jadewits_media_id=1503929)
আকাশে উড়ল সবচেয়ে বড় জেট
প্রথম আলো
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০, ১১:৪৯
বিশ্বের সবচেয়ে বড় দুই ইঞ্জিনবিশিষ্ট জেট ৭৭৭ এক্সের সফল পরীক্ষামূলক উড্ডয়ন চালিয়েছে বোয়িং। প্রথমবারের মতো উড়ল ৭৭৭ এক্স। এএফপির খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলের কাছ থেকে ফ্লাইটটি আকাশে উড়ে যায়। চার ঘণ্টা এটি আকাশে ছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সফল উড্ডয়ণ
- উড়োজাহাজ
- সিয়াটল