ছবি টানানোর বাতুলতা

দেশ রূপান্তর একেএম শাহনাওয়াজ প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০, ১১:১৯

একটি বিষয় আমাকে অনেক দিন থেকে পীড়া দিচ্ছিল। এবার গেল বিজয় দিবস সূত্রে আরও পীড়িত হলাম। কথাটি বলার আগে একটু সভ্যতার ইতিহাসের দিকে দৃষ্টি দিতে চাই। প্রায় সাত হাজার বছর আগে লিখিত প্রথম মহাকাব্য গিলগামেশের দর্শন আমাকে বরাবরই নাড়া দেয়। আমার পীড়িত হওয়ার সঙ্গে এর সম্পর্ক রয়েছে। সেই কোনকালে মেসোপটেমিয়ার সুমেরে নাম না জানা কোনো মহাকবি লিখেছিলেন তার মহাকাব্য গিলগামেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও