ধনী বা কোটিপতি হওয়ার ইচ্ছা সব মানুষেরই থাকে। সবাই চায় টাকাপয়সা আয় করে নিজেকে সবার ওপরে তুলে নিতে। সুখের কথা হলো, এখন দেশে আইন প্রয়োগের দুর্বলতার মধ্য দিয়ে কিছু ব্যক্তিকে ‘বড়োলোক’ হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে! একসময় রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে একটি জনপ্রিয় অনুষ্ঠান ছিল, ‘এসো গান শিখি’। অনুষ্ঠানের বিশিষ্ট্য, শিল্পী ফেরদৌসী রহমান গল্প-কথা-কৌতুকে বাচ্চাদের গান শেখাতেন। এই অনুষ্ঠান দেখে কতজন শিশু গান শিখেছে, সে তথ্য জানা নেই। তবে কালের বিবর্তনে গানের গুরুত্ব কিছুটা হলেও কমেছে। সেখানে বড়োলোকের গুরুত্ব বেড়েছে অনেক গুণ বেশি। টাকার গুরুত্ব অবশ্য সব সময়ই ছিল। তবে টাকা বানানোর কৌশলটা বেশির ভাগ মানুষের জানা ছিল না। এখনকার মানুষ সবাই কোটিপতি হতে চায়। কাঁড়ি কাঁড়ি টাকার মালিক হতে চায়। আর টাকা বানানোর জন্য নানা প্রক্রিয়া-পদ্ধতি অবলম্বন করতে হয়। তবে দ্রুত টাকা বানানোর সবচেয়ে লাগসই উপায় হচ্ছে লুটপাট করা। যুগের এই চাহিদা বিবেচনা করে এখন প্রতিনিয়ত খোদ রাষ্ট্রই শেখাচ্ছে : ‘এসো লুটপাট করি’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.