বাড়ছে সামাজিক যোগাযোগমাধ্যম কেন্দ্রিক অপরাধের সংখ্যা
একই সঙ্গে বেড়েছে সাইবার অপরাধ। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, তথ্য-প্রযুক্তিতে বিশেষ দক্ষতা অর্জন করতে গিয়ে অনেকেই শখের বশে হ্যাকিং শিখছে। সেটি ভালো কাজে না লাগিয়ে বস্ন্যাকমেইলিং করে অর্থ আদায়ের মতো অপরাধমূলক কর্মকান্ডেও জড়িয়ে পড়ছে অনেকে। সূত্র : যায়যায়দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের হিসাব অনুযায়ী, ২০১৮ সালে এ সংক্রান্ত ১ হাজার ৭৬৫ অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও হ্যালো সিটি অ্যাপস, ফেসবুক, মেইল ও হেল্প ডেস্কের মাধ্যমে অভিযোগ এসেছে আরও ৬ হাজার ৩০০টি। ২০১৯ সালে এমন অভিযোগের সংখ্যা ছিলো ২ হাজার ৯৩২টি। আর হ্যালো সিটি অ্যাপস, ফেসবুক, মেইল ও হেল্প ডেস্কের মাধ্যমে অভিযোগ আসে ৯ হাজার ২২৭টি। আগে সাইবার ক্রাইমবিষয়ক অভিযোগের বেশির ভাগ নারীদের কাছ থেকে আসলেও এখন পুরুষরাই সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন বেশি। কারণ ২০১৯ সালে মোট অভিযোগের ৫৩ শতাংশ পুরুষদের, বাকি ৪৭ শতাংশ নারীদের কাছ থেকে পাওয়া যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.