রং ধরাতে টমেটোতে স্প্রে হচ্ছে ‘ইথোপেন’
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০, ১৬:২০
রাজশাহী: মৌসুম অনুযায়ী ফল পাকার সময় হলে প্রাকৃতিকভাবেই তা পাকে। এ সময় প্রাকৃতিকভাবেই ফলে ইথিলিনের পরিমাণ বেড়ে যায়। ইথিলিন ফলের মধ্যে এক ধরনের এনজাইম নিঃসৃত করে। এমাইলেজের কাজ হলো ফলের জটিল শর্করাকে বিভাজন করে সাধারণ শর্করা বা সুক্রোজ এবং ফ্রুক্টোজে রূপান্তরিত করা।