বটের পাতায় নেমন্তন্ন, সম্বোধনে ‘দেওয়ানির ব্যাটা’
বণিক বার্তা
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০, ১৬:০১
গ্রাম বাংলায় বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে আসার রীতি বেশ পুরনো। সামাজিক, রাজনৈতিক এমনকি ধর্মীয় অনুষ্ঠানেও প্রতিবেশী-আত্মীস্বজনদের জানানো হতো আমন্ত্রণ। ঊনিশ শতকের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত তার ‘পৌষ-পার্বন’ কবিতায় লিখেছেন, ‘আলু তিল গুড় ক্ষীর নারিকেল আর।/ গড়িতেছে পিঠেপুলি অশেষ প্রকার।/ বাড়ি বাড়ি নিমন্ত্রণ, কুটুম্বের মেলা।/ হায় হায় দেশাচার, ধন্য তোর খেলা।’
- ট্যাগ:
- জটিল
- পাতা
- নিমন্ত্রণ
- রংপুর কারমাইকেল কলেজ