দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘সান্ধ্য কোর্স’ চললেও স্রেফ নাম পাল্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে এ ধরনের কোর্স। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ক্লাস হওয়ায় এসব কোর্সের নাম দেওয়া হয়েছে ‘উইকেন্ড কোর্স’। বছরে এই কোর্স থেকে উপার্জন প্রায় ৩৫ কোটি টাকা, এর অর্ধেকই পান শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিরা। ছুটির দিনে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী জড়ো হন। ১০ ও ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদ ঘুরে দেখা যায়, রাজধানীর বিভিন্ন রুটে চলা কয়েকটি লোকাল বাসে বিশ্ববিদ্যালয়ের লোগো ও সংশ্লিষ্ট বিভাগের নাম ঝুলিয়ে ক্যাম্পাসে এসেছেন উইকেন্ড কোর্সের শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে সন্ধ্যা, এমনকি রাত পর্যন্ত তাঁদের ক্লাস-পরীক্ষা চলে। ২০১১ সালে একটি ইনস্টিটিউটের মাধ্যমে এই কোর্স চালু হলেও এখন তা চলছে ১৮টি বিভাগ ও ইনস্টিটিউটে। সাধারণত এক বছরে তিনটি সেমিস্টারে সাপ্তাহিক এসব কোর্সের স্নাতকোত্তর ডিগ্রি দেয় বিভাগগুলো। তবে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ও ইংরেজি বিভাগ দুই বছরের স্নাতকোত্তর ডিগ্রি দেয়। মূলত বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, জাতীয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থী ও বেকার শিক্ষার্থীরা এসব কোর্সে ভর্তি হন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.