![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2019December/imag-2001241559.jpg)
ফল বিক্রেতার মেয়ে গ্র্যাজুয়েট, বাবা-মাকে স্বর্ণপদক উৎসর্গ
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০, ২১:৫৯
বাবা সড়কে ফল বিক্রি করে আয় করেন। আর মা ঘরে সেলাইয়ের কাজ করে সংসারে বাড়তি সহায়তা যোগান। তবে বাবার ফল বিক্রির টাকায় মেয়ে গ্র্যাজুয়েট হয়ে স্বর্ণপদক অর্জন করেছেন। সেই স্বর্ণপদকটি বাবা-মার উদ্দেশ্যেই উৎসর্গ করলেন গ্র্যাজুয়েট মেয়ে নুরুল সাবাহ। সাবাহ পাকিস্তানের ফয়সালাবাদের আবদুল গাফফারের মেয়ে। তিনি লাহোরের ইউনিভার্সিটি অব এ্যাডুকেশন থেকে অর্থনীতিতে এমএসসি করেছেন। ওই বিশ্ববিদ্যাল থেকে ১২ হাজার শিক্ষার্থীদের মধ্যে ১৫৮ জনকে স্বর্ণপদক দেয়া হয়েছে। তার মধ্যে সাবাহ একজন।