স্বর্ণপদকজয়ী বেরোবি শিক্ষার্থী হাবিবার গল্প

বার্তা২৪ প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০, ১৯:০২

একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার ওপর যতটা না নির্ভর করে, তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (২০১২-১৩) সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী হাবিবা আক্তার। তিনি বিজ্ঞান অনুষদ থেকে সবচেয়ে ভালো ফলের (সিজিপিএ ৩.৮৮) স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ এর জন্য মনোনীত হয়েছেন। এতো ভালো ফলের পেছনে সার্বক্ষণিক একাডেমিক পড়াশুনা নিয়েই যে তিনি ব্যস্ত সময় পার করতেন তেমনটা না। এর পাশাপাশি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও বিতর্ক সংগঠনের সঙ্গে। সময়-সুযোগ পেলেই ছুটে যেতেন বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিভিন্ন সেমিনারে। এছাড়া গবেষণাকার্যে অংশ নিতে ঢাবি, জাবি, রাবি, মাভাবিপ্রবিতে জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেন। এর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক ‘এনএসটি’ ফেলোশিপ এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে প্রভোস্ট’স অ্যাওয়ার্ডও পেয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও