You have reached your daily news limit

Please log in to continue


স্বর্ণপদকজয়ী বেরোবি শিক্ষার্থী হাবিবার গল্প

একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার ওপর যতটা না নির্ভর করে, তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (২০১২-১৩) সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী হাবিবা আক্তার। তিনি বিজ্ঞান অনুষদ থেকে সবচেয়ে ভালো ফলের (সিজিপিএ ৩.৮৮) স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ এর জন্য মনোনীত হয়েছেন। এতো ভালো ফলের পেছনে সার্বক্ষণিক একাডেমিক পড়াশুনা নিয়েই যে তিনি ব্যস্ত সময় পার করতেন তেমনটা না। এর পাশাপাশি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও বিতর্ক সংগঠনের সঙ্গে। সময়-সুযোগ পেলেই ছুটে যেতেন বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিভিন্ন সেমিনারে। এছাড়া গবেষণাকার্যে অংশ নিতে ঢাবি, জাবি, রাবি, মাভাবিপ্রবিতে জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেন। এর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক ‘এনএসটি’ ফেলোশিপ এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে প্রভোস্ট’স অ্যাওয়ার্ডও পেয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন