সারোয়ার আলী হত্যাচেষ্টা : আসামি ধরতে লুঙ্গি পরে পুলিশের ‘দুঃসাহসী’ অভিযান
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০, ১৯:০৮
অপরাধীদের ধরতে বিভিন্ন সময়ে নানা কৌশল অবলম্বন করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসব কৌশল তারা সব সময়ই গোপন রাখার চেষ্টা করেন।তবে আলোচিত ঘটনাগুলোর ক্ষেত্রে আসামিদের গ্রেপ্তারের কিছু ব্যতিক্রমী কৌশল প্রয়োগ করে পুলিশ। তেমনি একটি আলোচিত ঘটনা ছিল মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ড. সারওয়ার আলীকে হত্যাচেষ্টা মামলা। এটি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি মামলা ছিল। কারণ ঘটনার পরে এটিকে জঙ্গি হামলা হিসেবে প্রথমে ধারণা করা হয়েছিল। এ মামলার বেশ কয়েকজন আসামি গ্রেপ্তারের পর জানা গেছে আসলে হত্যাচেষ্টার উদ্দেশ্য ছিল ভিন্ন।