বাংলাদেশি প্রকৌশলী দম্পতির সাফল্য

প্রথম আলো প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০, ১৮:০৩

আমেরিকার নিউজার্সির রাটগার্টস বিশ্ববিদ্যালয় থেকে দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা পেয়েছেন বাংলাদেশের এক প্রকৌশলী দম্পতি। তাঁরা হলেন তাহসিনা সনম ও হাফিজ ইমতিয়াজ।রাটগার্টস বিশ্ববিদ্যালয়ের নিউব্রান্সউইক চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রতি বছর একজন শীর্ষ মেধাবীকে দেওয়া হয়। এ ক্ষেত্রে একাডেমিক ফলাফল ছাড়াও সংশ্লিষ্ট শিক্ষার্থীর নেতৃত্বগুণ, কমিউনিটি সম্পৃক্ততাসহ নানা বিষয় বিবেচনায় নেওয়া হয়। এ বছর গুরুত্বপূর্ণ এ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী তাহসিনা সনম। একই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছেন তাহসিনার স্বামী হাফিজ ইমতিয়াজ। ভালো ফল করায় হাফিজ প্রি-ডক্টরাল লিডারশিপ ডেভেলপমেন্ট একাডেমি ফেলো নির্বাচিত হয়েছেন।তাহসিনা রাটগার্টস বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি পর্যায়ে রয়েছেন। অধ্যাপক হানা গডরিচের অধীনে তিনি পিএইচডি করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে