একাকী চাঁদ থেকে ‘গুনাহগার নারী’

বণিক বার্তা প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০, ১২:০১

১৯৭২ সালের ৩১ মার্চ সূর্য আরব সাগরের জলের তলে হারানোর আগেই অস্তমিত হলেন মীনা কুমারী। পরদিন সকালে নার্গিস লিখলেন, ‘মওত মুবারক হো। আর কখনো এ দুনিয়ায় ফিরে এসো না মাহ্জাবীন।’ সমাপ্ত হলো উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারীর জীবনের যত ট্র্যাজেডি—জানাজায় ফুল দিলেন ধর্মেন্দ্র, আর গুলজার মীনার কবরে ছড়িয়ে দিলেন কিছু নুড়ি পাথর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে