![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/01/online/facebook-thumbnails/Untitled-22-samakal-সমকাল-5e29d62b69d6a.jpg)
সিমলার প্রেমে প্রত্যাখ্যাত হয়েই ছিনতাই চেষ্টা
সমকাল
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০, ২৩:৩৩
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ 'ময়ূরপঙ্খী' ছিনতাইচেষ্টা মামলার চূড়ান্ত প্রতিবেদন তদন্ত শেষে জমা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর কমান্ডো অপারেশনে নিহত পলাশ আহমেদ সাবেক স্ত্রী চিত্রনায়িকা শামসুন নাহার সিমলার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে হতাশা থেকেই এ ছিনতাই নাটক করেন। মূলত ভীতি সঞ্চারের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতেই 'অস্ত্র ও বোমা'কাণ্ড ঘটান পলাশ আহমেদ।