In Pic: 'মালাঙ্গ'-এ আদিত্য-দিশার রোমাঞ্চসঙ্গী GoPro
business news: কালো HERO7 মডেলের GoPro ব্যবহার হয়েছে সব শ্যুটিংয়ের জন্য। কাইট সার্ফিং, স্কুটার ক্রুজিং-এর মতো রোমাঞ্চকর দৃশ্যের শ্যুটিংয়ে এই ক্যামেরা ব্যবহার করা হয়েছে। বলিউডের আসন্ন ছবি 'মালাঙ্গ' মুক্তির অপেক্ষায়। ছবিতে রয়েছে দারুণ সব রোমাঞ্চকর দৃশ্য, অ্যাকশন সিন। এমন সব অ্যাকশন দৃশ্য রয়েছে ছবিতে যেগুলি দেখলে দর্শকের গায়ে কাঁটা দেবে বলে দাবি পরিচালক মোহিত সুরির। এই সব শ্যুটিংয়ের ক্ষেত্রে এবার প্রথম বলিউডে ব্যবহার করা হল গোপ্রো ক্যামেরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.