ভারতে মোরগের আক্রমণে নিহত ১
আমাদের সময়
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০, ১৭:৪১
সাজিয়া আক্তার : ভারতের দক্ষিণের রাজ্য অন্ধ্র প্রদেশের প্রাগদাভারাম গ্রামের মোরগের আক্রমণে ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন । বৃহস্পতিবার এমন খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। নিহত ওই ব্যক্তির নাম সারিপাল্লি চানাভেঙ্কাটেশ্বরাম। ইত্তেফাক পুলিশের বরাত দিয়ে সিএনএন জানায়, তিন সন্তানের জনক নিহত ব্যক্তি চানাভেঙ্কাটেশ্বরাম মোরগ লড়াই খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন । এই বিষয়ে …