![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F01%2F23%2Fjp-meyor-cand.jpg%3Fitok%3DwJkHWDWH)
ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে ঢাকাবাসীকে রক্ষা করব : মিলন
এনটিভি
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০, ১৭:৪৫
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, ‘জনগণের ভোটে মেয়র নির্বাচিত হলে এডিস মশা নির্মূল করে ঢাকাবাসীকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ থেকে রক্ষা করব। অপরিচ্ছন্নতার কারণে এসব রোগ সৃষ্টি হয়। আমি পরিচ্ছন্ন নগর উপহার দেব।’ আজ বৃহস্পতিবার খিলগাঁও রেলগেট, খিলগাঁও বাজার, তালতলা, গোড়ান টেম্পুস্ট্যান্ড, বাসাবো বালুর মাঠ, মুগদা বড় মসজিদ, মান্ডা চৌরাস্তা, মানিকনগর পুকুরপাড়, গোপীবাগ এলাকায় গণসংযোগকালে এমন প্রতিশ্রুতির কথা বলেন মিলন। গণসংযোগকালে মিলন ১২টি পথসভায় বক্তব্য দেন। মিলন বলেন, ‘বায়ু দুষণ আমাদের বড় সমস্যা। শহরকে বায়ুদূষণ থেকে মুক্ত করব। দূষণরোধে মেট্
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে