![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2019December/shoaib-2001230721.jpg)
শেবাগের মাথায় যত চুল, তার চেয়ে বেশি টাকা আছে আমার
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০, ১৩:২১
শেবাগকে ছেড়ে কথা বললেন না পাকিস্তানের কিংবদন্তী পেসার শোয়েব আখতারও। বুধবার ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে শেবাগকে এক হাত নিয়েছে শোয়েব। শোয়েব জানান, তার যথেষ্ট পরিমাণ টাকা আছে। তাই অর্থ উপার্জনের জন্য ভারতের ওপর তার নির্ভর করতে হয় না। ভিডিওতে তিনি বলেন, শেবাগ খুবই সাধারণ একজন মানুষ যে সস্তা বিষয় নিয়ে কথা বলে থাকে। সে বলেছে, শোয়েব আখতারের টাকার দরকার। তাই সে ভারতের প্রশংসা করে। ভারত আমাকে খাওয়ায় না। আল্লাহ খাওয়ায়...