আরব্য রজনীর একটি ধুন্ধুমার গল্প ‘আলিবাবা চল্লিশ চোর’। শৈশবে যে কটি গল্পসমগ্র পড়ে বড়ো হয়েছি, তার মধ্যে আরব্য রজনী একটি। তখন যেহেতু স্মার্ট ফোন বা টিভি ছিল না, আমাদের শৈশব কেটেছে গল্পের বই পড়ে আর মাঠে খেলাধুলা করে। শৈশব যে কত আনন্দের হতে পারে, তা বর্তমান প্রজন্মের কাছে অবিশ্বাস্য মনে হবে। বাগদাদের চল্লিশ চোর সাধারণ মানুষের ধনসম্পদ লুণ্ঠন করে পাহাড়ের একটি গুহায় জমা করত। গুহার দরজা খোলার পাসওয়ার্ড জানা ছিল একমাত্র ডাকাত সর্দারের। সেই পাসওয়ার্ড ছিল ‘খুলে যাও সিম সিম’। এটি বললে ডাকাতি করে আনা মণিরত্ন রাখার গুহার দরজা খুলে যেত। এরপর সর্দার তার চল্লিশ ডাকাতকে নিয়ে গুহায় প্রবেশ করে ডাকাতির সোনাদানা সেখানে জমা রেখে চলে যেত। জঙ্গলে কাঠ কাটতে যাওয়া এক গরিব কাঠুরে আলিবাবা ডাকাতদের এসব কর্মকাণ্ড গোপনে দেখে ফেলে। পাসওয়ার্ডটা শুনে মুখস্তও করে নেয়। তারপর আলিবাবা নিজেই গোপনে গুহায় ঢুকে ডাকাতদের রেখে যাওয়া মণিরত্ন চুরি করতে থাকে। চোরের ওপর বাটপারি আরকি। সে অন্য প্রসঙ্গ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.