বাংলাদেশের যে ফুটবলারকে সম্পদ বলছেন স্প্যানিশ কোচ

প্রথম আলো প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০, ০৮:৩০

মতিন মিয়াকে দলের সম্পদ বলে মনে করেন তাঁর ক্লাব বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া গোলের পর থেকেই মতিন মিয়া বন্দনা চলছে। আসলে অমন দুই গোলের পর তাঁকে নিয়ে প্রশংসা না করে পারা যায় না। জাতীয় দলের জার্সিতে মতিন ঝলক প্রথম দেখা গেলেও ক্লাব ফুটবলে এই ফরোয়ার্ড আলো কেড়ে নিয়েছেন অনেকেই আগেই। এর সবচেয়ে বড় সাক্ষী বোধহয় তাঁর ক্লাব বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। দ্রুত গতির এই ফরোয়ার্ডকে যে কোন দলের জন্যই বড় সম্পদ মনে করেন ৪২ বছর বয়সী এই স্প্যানিশ। ব্রুজোনের অধীনে এবার বসুন্ধরায় দ্বিতীয় মৌসুম শুরু করেছেন মতিন। ব্রুজোনের চেয়ে মতিনকে আর ভালো কেই-বা জানেন! ২১ বছরের এই ফরোয়ার্ডকে ইচ্ছে মতো খেলার সুযোগ দেওয়াতেই বসুন্ধরার জার্সিতে উজ্জ্বল দেখা যায়। শেষ মৌসুমে বসুন্ধরার ফরোয়ার্ড লাইনেই ছিলেন কোস্টারিকার জার্সিতে রাশিয়া বিশ্বকাপ খেলা দানিয়েল কলিনদ্রেস ও ব্রাজিলিয়ান মার্কোস ভিনিসিয়ুস। কিন্তু তাঁদের চেয়ে কোনো অংশে কম যাননি মতিন। বিশ্বকাপ খেলে আসা কলিনদ্রেসের সমান ১১ গোল করেছিলেন তিনি। ঘরোয়া ফুটবলে ছড়ি ঘোরানো সে ফুটবলার এবার জাতীয় দলের জার্সিতেও জ্বলে উঠেছেন। ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেছিলেন সলো মুভে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও