মোটাসোটা পাত্রী খুঁজছেন ৪৪৪ কেজির পাত্র
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০, ১৭:৩০
বিশালাকার পাকিস্তানি যুবক আরবাব খাইজার হায়াত। প্রায় সাড়ে চারশো কেজি ওজন তার। এক হাতে গাড়ি তুলে খ্যাতি পেয়েছেন তিনি। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এ ভারত্তোলোক বিয়ের জন্য খুঁজছেন মোটাসোটা কনে!বাবা-মাও তাকে বিয়ে দিতে চান।