অবাক কাণ্ড! জিহ্বা দিয়ে রোগ নিরাময় করেন ৮০ বছরের বৃদ্ধা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০, ১৬:৩৩
আজব উপায়ে চিকিৎসা করেন এক বৃদ্ধা। তিনি চোখের চিকিৎসা করে থাকেন। বসনিয়ার এই বৃদ্ধা জিহ্বায় অ্যালকোহল লাগিয়ে তা চোখের মধ্যে দিয়ে রোগীর চিকিৎসা করেন। এতে নাকি সুস্থও হয়ে যান রোগীরা। আর তাইতো তার বাড়িতে থাকে রোগীদের উপচে পড়া ভিড়।রহস্য আর বিচিত্রতায় ভরা পৃথিবীতে কত যে বিচিত্র স্বভাব আর প্রতিভার মানুষ রয়েছে। তা হয়তো সবসময় জানা সম্ভব হয় না। তবে এ মানুষগুলো আমাদের দিনের পর দিন চমকে দিচ্ছে তাদের বিচিত্র প্রতিভায়। তেমনই একজন এই বৃদ্ধা। তার বয়স ৮০ বছর। তার নাম হাভা সেলিবিক। বসনিয়া ও হার্জেগোভিনা গ্রামের সবাই তাকে নানি হাভা বলেই ডাকেন। সেখানকার বাসিন্দারা দাবি করেন হাভাই বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি তাদের জিহ্বার সাহায্যে রোগ নিরাময় করেন। হাভা তার জিহ্বায় অ্যালকোহল লাগিয়ে নেন।
- ট্যাগ:
- জটিল
- জিহবা
- রোগ নিরাময়