ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার ভোরে লালমনিহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া আমঝোল সীমান্তে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আমঝোল গ্রামের ওসমান আলীর ছেলে সুরুজ মিয়া ও বন চৌকি গ্রামের শাহজাহান আলীর ছেলে সুরুজ মিয়াl বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে চার-পাঁচজনের একটি গরু ব্যবসায়ীর দল ভারতীয় সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ তাদের লক্ষ করে গুলি করে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আরেকজন আহত অবস্থায় বাড়িতে এসে নিহত হন। বিজিবি জানিয়েছে পতাকা বৈঠকের মাধ্যমে এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো হবে। সম্প্রতি সীমান্তে বাংলাদেশি হত্যা উদ্বেগজনকভাবে বেড়ে যায়। গত ১২ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমাদের নীতি হচ্ছে- সীমান্তে যাতে একজনও মারা না যায়। এ ব্যাপারে ভারত সরকারও অঙ্গীকার করেছিল। কিন্তু হত্যাকাণ্ড ঘটছে। তাই আমরা উদ্বিগ্ন।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.