হতাশা নিয়েও আলোর পথ দেখাচ্ছেন জাকারিয়া
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০, ১৪:০৬
জাকারিয়া হোসাইন (৩১)। নিজে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও আলোর পথ দেখাচ্ছেন জেলার দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের। ব্রেইল পদ্ধতিতে পাঠদান করাচ্ছেন নয় শিক্ষার্থীকে। শুধু শিক্ষক হিসেবেই নয় পরীক্ষক হিসেবেও একমাত্র তিনি। নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে তিনি। পাঁচ ভাই বোনের মধ্যে সবার ছোট।সমাজ সেবা অধিদপ্তরের তত্বাবধানে পরিচালিত ‘সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম’-এ অস্থায়ী ভিত্তিতে হাউস প্যারেন্টস কাম শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জাকারিয়া।সরকারী এই প্রতিষ্ঠানে নয়জন দৃষ্টি প্রতিবন্ধীকে ব্রেইল পদ্ধতিতে পড়ানো হচ্ছে।