সাইফের সারা শরীরে লিপিস্টিক, গোপন ছবি ভাইরাল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০, ১৩:২১
সাইফ আলী খান অভিনীত মুক্তি পাওয়া সর্ব শেষ ছবিটির নাম ‘তানাজি’। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে সম্প্রতি মুক্তি পাওয়া এইছবি। অজয় দেবগণ ও কাজলের এই ছবিতে অভিনয় করে বাজিমাত করেছে সাইফও। তবে কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে সাইফ বলেন, ‘ব্রিটিশরা যতদিন আসেনি ততদিন ‘ভারত’ বলে কোনও ধারণা ছিল না।’ এমন মন্তব্য করে ভারতীয়দের তোপের মুখে পড়েছেন এই নায়ক। এই ঝামেলার রেশ কাটতে না কাটতেই নতুন বিষয় নিয়ে আলোচনায় সাইফ আলী খান। এবার প্রকাশিত হয়েছে সাইফের একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে তার সারা গায়ে লিপিস্টিক মাখা। কোনো এক নারীর ঠোঁটের ছাপ লেগে আছে তার সারা দেহে। এদিকে লিপিস্টিক মাখা শরীর নিয়ে ঘর থেকে বাইরে আসতেই তার সামনে পড়েছে মেয়ে।
- ট্যাগ:
- বিনোদন
- বলিউড
- শরীর
- ছবি ভাইরাল
- লিপিস্টিক
- সাইফ আলি খান