![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/01/22/3a91c26f6281c6a76d59fbf8ab660f8f-5e27de33d045c.jpg?jadewits_media_id=1502844)
কুয়াশার চাদর
প্রথম আলো
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০, ১১:২৭
শীতের সঙ্গে কুয়াশার ভাবটা খুব নিবিড়। শীত জেঁকে বসলে কুয়াশার চাদরও ঘন হয়ে নামে। এই মাঘে তেমনই ঘন চাদরে মুড়িয়েছে দেশের উত্তরাঞ্চল। এর সঙ্গে জুড়েছে হাড়কাঁপানো শীত। এর মধ্যেই চলমান বহতা জীবন। রংপুর নগরের সিও বাজার এলাকা থেকে শীতের সকালের ছবি নিয়ে একটি ছবির গল্প।
- ট্যাগ:
- বাংলাদেশ
- চাদর
- শৈত্যপ্রবাহ
- ঘন কুয়াশা
- রংপুর জেলা