নজরে CAA? স্কুলে প্রার্থনার সময় সংবিধানের ভূমিকা পড়া এবার মাস্ট মহারাষ্ট্রে
এইসময় (ভারত)
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০, ১১:০৯
nation: কংগ্রেসের সদস্যা ওই মন্ত্রী মুম্বইয়ে সাংবাদিকদের জানিয়েছেন, 'রাজ্য সরকারের সার্কুলারে বলা হয়েছে, রোজ সকালে প্রার্থনার সময় ছাত্রছাত্রীরা বাধ্যতামূলকভাবে সংবিধানের প্রিয়ামবল পাঠ করবে। যাতে তারা এর গুরুত্ব বুঝতে পারে। এটা আগের সরকারের প্রস্তাব ছিল। তবে আমরা এটা ২৬ জানুয়ারি থেকে বাস্তবায়িত করছি।'